পরিবেশগত ও সামাজিক ব্যবস্থাপনা কর্মকাঠামো

Bangla

pdf (1MB)

Download

পরিবেশগত ও সামাজিক ব্যবস্থাপনা কর্মকাঠামো

January 17, 2018

বাংলাদেশ সরকার কর্তৃক সবুজ জলবায়ু তহবিল (জিসিএফ) এর জন্য ”জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট লবণনাক্ততা মোকাবিলায় উপকুলীয় অঞ্চলের জনগোষ্ঠীসমূহের, বিশেষ করে নারীদের, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি” নামক প্রকল্প প্রস্তাব-এর সহায়ক নথি হিসেবে এই পরিবেশগত ও সামাজিক ব্যবস্থাপনা কর্মকাঠামোটি (ইএসএমএফ)  প্রস্তুত করা হয়েছে। জিসিএফ  স্বীকৃত সংস্থা হিসেবে যেহেতু জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এই প্রকল্পটিকে   সহায়তা প্রদান করে,  ইউএনডিপি’র সামাজিক ও পরিবেশগত স্ক্রিনিং প্রক্রিয়া (SESP) দ্বারা  এই প্রকল্প প্রস্তাবের স্ক্রিনিং করে একে একটি মাঝারি ঝুঁকির প্রকল্প (বিশ্ব ব্যাংক/অন্তর্জাতিক ফিন্যান্স কর্পোরেশন ক্যাটাগরি বি প্রকল্প)  হিসেবে বিবেচনা করা হয়েছে এবং প্রকল্পটির জন্য একটি ইএসএমএফ তৈরী করা হয়েছে।