প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশকে আরো সহনশীল করার জন্য ১২ মিলিয়ন ডলার প্রকল্প শুরু

November 15, 2018

--- Image caption ---

দুর্যোগ সহনশীলতাকে আরো টেকসই ও সমন্বিত করার মাধ্যমে, মানব ও অর্থনৈতিক উন্নয়নের স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে, বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থা যৌথভাবে ১২ মিলিয়ন মার্কিন ডলারের একটি প্রকল্প চালু করেছে।

গতকাল ১৫ নভেম্বর, ঢাকার স্থানীয় একটি হোটেলে ন্যাশনাল রেসিলিয়েন্স প্রোগ্রাম (এনআরপি) শীর্ষক প্রকল্পের উদ্বোধন করা হয়। প্রোগ্রামটি যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি) এবং সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট কোঅপারেশন এজেন্সি (সিআইডিএ) এর আর্থিক সহায়তায় শুরু হয়েছে, যেটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সরকারের  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগ | ৩ বছর স্থায়ী এই প্রকল্পে, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি),ইউএন ওমেন ও ইউএন ওপিএস, দুর্যোগ মোকাবেলায় জাতীয় সক্ষমতা বাড়াতে কৌশলগত সাহায্য প্রদান করবে, যেখানে সমাজের সব শ্রেণীর মানুষ বিশেষ করে নারীদের প্রাধান্য দেয়া হবে |

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন ,"জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাবের কারণে, বাংলাদেশ সর্বদা প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হচ্ছে এবং সেই কারণে প্রাকৃতিক দুর্যোগ থেকে জীবন ও জীবিকা রক্ষা করার জন্য আমাদের প্রচেষ্টাও  অব্যাহত রাখতে হবে। তিনি আরো বলেন ‘ন্যাশনাল রেজিলিয়েন্স প্রোগ্রাম (এনআরপি) একটি জ্ঞান-ভিত্তিক কর্মসূচি। এটি প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক, জেন্ডার রেসপন্সিভ ও রিস্ক ইনফর্মড প্ল্যানিং এর মাধ্যমে দুর্যোগ সহনশীল বাংলাদেশ প্রতিষ্ঠায় অবদান রাখবে।‘

তিনি আশা প্রকাশ করেন যে নতুন চালু হওয়া ন্যাশনাল রেসিলিয়েন্স প্রোগ্রামটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলির ক্ষমতা আরও বাড়িয়ে দেবে এবং প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলায় বাংলাদেশকে আরো সহনশীল করবে ।

সেন্দাই ফ্রেমওয়ার্ক এর সাথে সঙ্গতি রেখে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও উন্নয়ন সহযোগী সংস্থাদের দুর্যোগ ঝুঁকি হ্রাসের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান ।

সম্প্রতি চালু হওয়া এই প্রোগ্রামটি চারটি দিক রয়েছে । যার মধ্যে রয়েছে শারীরিক ভাবে পিছিয়ে থাকা, ভিন্ন ভাবে সক্ষম এবং নারীদের সক্ষমতা বাড়ানো, দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি জনিত পরিকল্পনা, লিঙ্গ ভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা এবং অবকাঠামো

অনুষ্ঠানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মো: শাহ কামাল, সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, তিনি বলেন, "ন্যাশনাল রেজিলিয়েন্স প্রোগ্রাম (এনআরপি) জাতীয় স্বেচ্ছসেবক সংস্থা প্রতিষ্ঠার মাধ্যমে এবং প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক ও জেন্ডার রেসপন্সিভ  ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে জাতীয় সক্ষমতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশাবাদ প্রকাশ করে আরো বলেন, ‘ঝুঁকি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রেও এ কর্মসূচি দৃষ্টান্ত স্থাপন করবে। তিনি আরো বলেন “অর্থনৈতিক ও মানব উন্নয়ন বজায় রাখতে প্রয়োজন সমন্বিত  দুর্যোগ ঝুঁকি কমানোর পরিকল্পনা এবং  তার জন্য দরকার শক্তিশালী অংশীদারিত্ব|”

ঢাকায় নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত চারলোটা স্কালাইটার বলেন, "বাংলাদেশে  জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে নিতে নারীদের সাহায্যের প্রয়োজন।  সুইডেন সরকার এই ব্যাপারে সবসময় বাংলাদেশ সরকারের পাশে থাকবে ।“

মিয়া সে্প্পো, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রবৃদ্ধিকে প্রশংসা করেনা এবং পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব সম্পর্কে সতর্ক করেছেন যা দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করতে পারে । "যদিও বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হয়ে উঠছে,কিন্তু বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে এই প্রক্রিয়া বিলম্বিত হতে পারে "

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, কবির বিন আনোয়ার, সচিব,পানি সম্পদ মন্ত্রণালয়। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগসহ উন্নয়ন অংশীদার,  জাতীয়-আন্তর্জাতিক সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান, প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকসহ প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

For more information: Md Abdul Quayyum, UNDP, Email-md.quayyum@undp.org, cell-+8801715025551

UNDP partners with people at all levels of society to help build nations that can withstand crisis, and drive and sustain the kind of growth that improves the quality of life for everyone. On the ground in nearly 170 countries and territories, we offer global perspective and local insight to help empower lives and build resilient nations. www.undp.org