করোনা মহামারীতে সোশ্যাল স্টিগমা রুখতে তরুণদের ডিজিটাল সমাধান

July 22, 2020

কোভিড এ আক্রান্ত মানুষ এবং সম্মুখ যোদ্ধাদের প্রতি সামাজিক বৈষম্য ও স্টিগমা (কলংক) রোধ করতে, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), ডিজিটাল জগতে শান্তি ও সহিষ্ণুতা বজায় রাখতে তাদের চলমান কার্যক্রমের অংশ হিসেবে তরুণদের জন্য আয়োজন করে ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জ প্রতিযোগিতা ।

মাস ব্যাপী বিভিন্ন কার্যক্রম শেষে অনলাইনে প্রতিযোগিতাটির ফাইনাল অনুষ্ঠিত হয় মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০। ৫০০ আবেদনকারীদের মধ্য থেকে নির্বাচিত ১৪ টি দল নিয়ে তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হয় আইডিয়া ল্যাব, পরবর্তীতে বিকারকমণ্ডলীর সামনে ১৪টি দল তাদের আইডিয়া উপস্থাপন করে । স্টার্টআপ এর ক্ষেত্রে বিডি ফ্যাক্ট চেক চ্যাম্পিয়ন এবং স্বপ্ন জয় রানার আপ হয় । পাঁচফোড়ন এবং স্বয়ং কে আইডিয়া স্তরে যথাক্রমে চ্যাম্পিয়ন ও প্রথম রানার-আপ হিসাবে ভূষিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, " চলমান এই সংকটে সোশ্যাল স্টিগমা পরিস্থিতিকে আরো সংকটময় করে তুলছে । এ সময়ে ইউএনডিপি ও আইসিটি বিভাগের এরকম একটি সময়পোযোগী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে ।" তিনি সবাইকে গুজব বা ভুল তথ্য থেকে সাবধান থাকতে অনুরোধ জানান

ভ্যান নুয়েন, সহকারী আবাসিক, ইউএনডিপি, তার বক্তব্যে বলেন “কোভিড ১৯ কেবল মহামারি নয় বরং এমন এক সংকট, যা বিদ্যমান অর্থনৈতিক,সামাজিক কাঠামো এবং বিভাজনকে ঘিরে বেড়েই চলেছে।এই জরুরি পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকি এবং অর্থনৈতিক মন্দা ঠেকাতে যেমন অধিকাংশ সময়, অর্থ এবং মনোযোগ ব্যয় হচ্ছে, তেমনি সামাজিক বৈষম্য, কুসংস্কার, ঘৃণা এবং অভ্যন্তরীণ কোন্দলের  মত বিষয়গুলো থেকে যাচ্ছে আড়ালে। সে ক্ষেত্রে তরুণরা পারেন সামাজিক সংহতি  এবং পারস্পারিক সহাবস্থান বজায় রাখতে তাদের উদ্ভাবনী ক্ষমতা দিয়ে।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রবার্ট স্টোলেম্যান, প্রজেক্ট ম্যানেজার, ইউএনডিপি, টিনা জাবিন, বিনিয়োগ পরামর্শদাতা, স্টার্টআপ বাংলাদেশ, আইসিটি বিভাগ, সুমন রহমান, অধ্যাপক, মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগ, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউএলবি) এবং তাজিন শাদিদ, সিইও, ওয়াইওয়াই গোষ্ঠী।