জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও নারীর ক্ষমতায়নের ধারা অব্যাহত রাখতে সুইডেন- ইউএনডিপি প্রতিশ্রুতিব

March 19, 2021

সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সমবায় মন্ত্রী পের ওলসন-ফ্রিধ বাংলাদেশে তার দেশের জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন প্রক্রিয়া অবলম্বনে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

মন্ত্রী বৃহস্পতিবার বাংলাদেশের জলবায়ু পরিবর্তন এর শিকার উপকূলীয় অঞ্চলে ইউনাইটেড নেশনস ডেভলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) এবং ইউনাইটেড নেশনস ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ডের (ইউএনসিডিএফ) সহায়তায় এবং সুইডেনের অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলি পরিদর্শন করেছেন।

তিনি বলেন, 'আমরা আনন্দিত যে প্রত্যন্ত অঞ্চলের নারীরা সুইডেনের সহায়তায় স্থাপিত একটি প্ল্যান্টের সুপেয় পানি থেকে উপকৃত হচ্ছে।'  

'জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন প্রক্রিয়া কার্যকরীভাবে অবলম্বনের এটি একটি প্রকৃষ্ট উদাহরণ'- খুলনার দাকোপ উপজেলার সুতারখালিতে 'লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ ফর ক্লাইমেট চেঞ্জ' (লজিক) প্রকল্পের স্থাপিত একটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।  

খুলনার বিভিন্ন এলাকায় দিনব্যাপী সফরকালে মন্ত্রী ইউএনডিপির 'জেন্ডার রেসপন্সিভ ক্লাইমেট অ্যাডাপ্টেশন ফর উইমেন' (জিসিএ) এবং 'উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন' (স্বপ্ন) প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন।  

খুলনার দাকোপ উপজেলার তিলডাঙ্গায় জিসিএ প্রকল্পের উপকারভোগীদের সাথে কথা বলার পর তিনি আরও বলেন, 'জলবায়ু-অভিযোজিত জীবন-জীবিকা জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট অভিবাসন হ্রাস করছে যা দেশে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে।' 

সাতক্ষীরার টাইগার পয়েন্টে প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি বলেন, 'একজন নারীর ক্ষমতায়নের অর্থ হল একটি পরিবার এবং একটি সমাজের ক্ষমতায়নকে নিশ্চিত করা, আমি খুশি যে সুইডেন বাংলাদেশের গ্রামীণ মহিলাদের ক্ষমতায়নে স্বপ্ন প্রকল্পকে সহায়তা করছে।'  

তিনি ডলফিন সংরক্ষণ কার্যক্রম সহ বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে ইউএনডিপির সংরক্ষণ কার্যক্রমও পরিদর্শন করেন।  

মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ড, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখাৰ্জী, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব শায়লা ফারজানা এবং ইউএনসিডিএফের কান্ট্রি ফোকাল পয়েন্ট জেসমুল হাসান সহ আরও অনেক প্রতিনিধি উপস্থিত ছিলেন।   

জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ১০ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৭ম। প্রতিবছর বাংলাদেশ ঘূর্ণি ঝড়, বন্যা, খরা সহ নানাবিধ প্রাকৃতিক দুর্যোগ এর শিকার হয় যা দরিদ্র ও বিপদাপন্ন শ্রেণী বিশেষতঃ নারীদের উপর নেতিবাচক প্রভাব ফেলে।

                                                                ###  ###  ###

For more information and media interviews, contact:

Md Abdul Quayyum, Head of Communications UNDP: md.quayyum@undp.org, 8801715025551